• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জুভেন্টাসে ফিরছেন পিরলো

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০  

ইতালির ফুটবল ইতিহাসে কিংবদন্তিদের কাতারে পড়েন আন্দ্রে পিরলো। দীর্ঘদিন ধরে সিরি আ’র দল জুভেন্টাসে খেলেছেন তিনি। দলটির সমর্থকদের জন্য সুসংবাদ, আবারো সাদা-কালো শিবিরে ফিরছেন মিস্টার জেন্টলম্যান। তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে ফিরছেন মধ্যমাঠের এই জাদুকর। 

২০১৭ সালে জুভেন্টাসের হয়েই ক্লাব ক্যারিয়ার শেষ করেছিলেন আন্দ্রে পিরলো। বছর তিনেক তিনি ছিলেন নিউ ইয়র্ক সিটি এফসিতে। এবার জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিতে চলেছেন এই কিংবদন্তি। বিষয়টি নিশ্চিত করেছে গোলডটকম। 

বর্তমানে ফ্যাবিও পেচ্চিয়া জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে আছেন। পিরলোর সঙ্গে চুক্তির বিষয়ে শিগগিরিই আনুষ্ঠানিক ঘোষণা দেবে জুভেন্টাস।

জুভদের হয়ে চারটি সিরি আ লিগ টাইটেল, ২০১২ ও ২০১৩ সালে সুপারকোপা ইতালিয়ানা এবং ২০১৪-১৫ মৌসুমে কোপা ইতালিয়া জিতেছেন পিরলো। এছাড়া ইতালির জার্সিতে ১১৬ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন তিনি।

ইতালিকে ২০০৬ ফুটবল বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন পিরলো। ফাইনালে তার কর্ণার কিক থেকেই মাতেরাজ্জি গোল করেছিলেন। নানা কারণে স্মরণীয় সেই ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ছিলেন এই কিংবদন্তি।