• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যা পৌরসভায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

 

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডামুড্যা পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১আগস্ট) ডামুড্যা পৌরসভা কার্যালয়ের সামনে পগার মেশিন দিয়ে স্প্রে করে এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, প্যানেল মেয়র ও ৬ নং ওর্য়াড কাউন্সিলর আসাদুজ্জামান বাচ্চু, ডামুড্যা পৌরসভার সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, পৌর সচিব রাকিবুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর সিকদার, ১ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত করিম চুন্নু, ২  নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লোকমান হোসেন, ৩  নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিটল দেওয়ান, ৪  নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বাচ্চু, ৫  নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোঃ সবুজ, ৭  নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার হোসেন মাদবর,৯  নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সাগর সহ ডামুড্যা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র হুমায়ূন কবির বাচ্চু ছৈয়াল বলেন, গত ২৫ জুলাই থেকে আমরা মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা শুরু করেছি। আমরা পগার মেশিন দিয়ে স্প্রে করে মশা নিধনের জন্য ওষুধ দিচ্ছি। অন্য দিকে বাড়ির আসে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন সচেতন মূলক কার্যক্রম হাতে নিয়ে কাজ করছি। আমরা চাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশার বিস্তার রোধের জন্য এই ওষুধের মাধ্যমে মশার জীবাণু ধ্বংস করার ব্যবস্থা হাতে নিয়েছি। যাতে করে আমাদের পৌরবাসীর সকলে ডেঙ্গু থেকে নিরবিগ্নে চলাচল করতে পারে।