• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

ডামুড্যা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে দেশে অঘোষিত লকডাউন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শরীয়তপুরের ডামুড্যায় অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার  মর্তুজা আল মূঈদ।

গতকাল সোমবার (৩০ মার্চ) বিকালে ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড (ধানহাটা) ব্রীজের দক্ষিণ পাশে জয়ন্তি নদীর পারে অবস্থানরত বেদে সম্প্রদায়ের ২০ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে  এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীর প্যাকেট বেদে সম্প্রাদাযের হাতে তুলে দেন মর্তুজা আল মূঈদ। পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ করে। খাদ্য সংকট দূর করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার আশ্বাস দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর সিকদার।