• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় এক দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

ডামুড্যা প্রতিনিধিঃ 

১১ ডিসেম্বর  ডামুড্যা  উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে ফসল উৎপাদনে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (২য় পর্যায়)  প্রকল্পের আওতায় ডামুড্যা  উপজেলার ৬৫ জন কৃষককে দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুইদ।

প্রশিক্ষন প্রদান করেন উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আহসান উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা , সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা , কৃষক আব্দস সাত্তার ও মোদাচ্ছের হোসেন  প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ  বলেন, আমাদের এখন মানব শ্রমের উপর নির্ভর করে কৃষি কাজ করার দিন শেষ হয়ে গেছে। তাই তো আমাদের এখন কৃষিতে যান্ত্রিকীকরন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের সমস্যার কথা বিবেচনা করে কৃষি যন্ত্রে ভর্তুকী ও কৃষিতে প্রণোদনা বাড়িয়েছেন। মনে রাখবেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।