• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় জনস্বাস্থ্য প্রকৌশলীর হাত ধোয়া কর্মসূচি উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

ডামুড্যা প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যায় জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের উদ্যোগে নোভেল করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে ও অন্যদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে হাত ধোয়া কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ মার্চ বুধবার সকাল ১১ টায় সময় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডামুড্যা কার্যালয়ে নিজেদের হাত ধুয়ে জনসচেতনতামূলক এই কার্যক্রম শুরু করেন।

উপজেলা নির্বাহী অফিসার মর্তুজ আল মূঈদের পরামর্শে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শেখ মোস্তফা হাত ধোয়া কর্মসূচির উদ্ভোধন করেন।
এরপর তিনি বলেন, এরপূর্বে এই ধরনের হাত ধোয়ার কার্যক্রম আমাদের ছিল না। এখন বিশ্বব্যাপি করোনা ভাইরাস যে আক্রমন শুরু করেছে সেই ভাইরাসের আক্রমন থেকে মুক্ত থাকতে এই হাত ধোয়া কর্মসূচি শুরা করা হল। এখানে বিভিন্ন ধরণের লোকজনের যাতায়াত আছে। তারা যেন হাত ধুয়ে প্রবেশ করতে পারে তাই পানি, সাবান, তোয়ালে ও টিস্যু রাখা হয়েছে।

করোনা ভাইরাস (COVID-19) এর সংক্রামন রোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডামুড্যা উপজেলা কর্তৃক ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডামুড্যা কার্যালয়ে  Hand Washing Device  স্থাপন করা হয়।