• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনু্ষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

ডামুড্যা প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলার ডামুড্যায় ২০২২ ইংরেজি সালের মাধ্যমে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

বৃহষ্পতিবার (১২মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন  ডামুড্যা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোক্তার হোসেন খান, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে আবাসিক মেডিকেল অফিসার ডা.সৈকত সাহা মেডিকেল অফিসার, মোঃ বজলুল হক সহকারী স্বাস্থ্য অফিসার, মো নাসির উদ্দিন,  উপজেলা পশু সম্পদ কর্মকর্তা এম এ মালেক সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগন সভায় অংশ গ্রহন করেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে আবাসিক মেডিকেল অফিসার ডা.সৈকত সাহা  বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। বাংলাদেশের সকল জেলায় ৬৬ টি জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র চালু করা হয়েছে। এ সব কেন্দ্র থেকে আধুনিক ব্যবস্থাপনা ও কুকুরের কামড়ে জলাতঙ্ক নির্মূল করার টিকাদানের ব্যবস্থা আছে। তাই জলাতঙ্ক নিয়ে চিন্তার কিছু নাই।

 

জলাতঙ্ক নিয়ে দারুল আমান ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন খান বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে কুকুরের টিকাদানের ব্যবস্থা আছে। তাই কুকুর হত্যা না করে তাদের টিকাদানের ব্যবস্থা করুন।