• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

ডামুড্যা প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার একটি পৌরসভাসহ ৭ টি  ইউনিয়নে ৫৫০ জন হতদরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক, চা বিক্রেতা ও নিম্নআয়ের হতদরিদ্র লোকদের মাঝে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে যে সমস্ত হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ যারা শ্রমজীবি, যারা হোম কোয়ারিন্টেনে আছেন বা সহযোগিতা করছেন, বাহিরে বের হতে পারছেন না, আয় রোজগার কমে গেছে, সে সমস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় ডামুড্যা উপজেলার ১ টি পৌরসভা ও ৭ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল শনিবার ২৮ মার্চ সকাল ১০ টার সময় বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বিভিন্ন ইনিয়ন পরিষদে গিয়ে পণ্য সামগ্রী বিতরণ করেন নিশ্চিত করেন।


শিধলকুড়া  ইউনিয়নপরিষদের চেয়ারম্যান জানে আলম খোকন ও দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন খান জানান,  ইউনিয়নের হত দরিদ্র ভ্যানচালক, চা বিক্রেতা ও নিম্নআয়ের হত দরিদ্র লোক যারা শ্রমজীবি, যারা হোম কোয়ারিন্টেনে আছেন বা সহযোগিতা করছেন সে সমস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সহযোগিতায় জন প্রতি ৭৫ জন কে ১০ কেজি চাল ও নগদ ২ শত টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, ডামুড্যা উপজেলায় একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন পরিষদের মাধ্যেমে ৫৫০ জন কে ১ লক্ষ ১০ হাজার নগদ টাকা ও সারে ৫ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।