• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় পালিত হলো আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যু বার্ষিকী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

 

গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো আব্দুর রাজ্জাকের ৮ম  মৃত্যু বার্ষিকী- বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের অষ্টম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নির্বাচনী এলাকা ও জন্মভূমি ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পালিত হয়েছে স্মরণ সভা, শোক  ও গন ভোজ।
সোমবার ২৩ ডিসেম্বর- সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় শোক র‌্যালী, র‌্যালীটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বন্দরের গুরত্ব পূর্ন সড়ক প্রদক্ষীণ করে বাড়ীর সামনে নির্মিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর হয় স্মরণ সভা ও দুপুরে দোয়া মাহফিলের  পরে সেখানে গণ ভোজের আয়োজন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহাম্মেদ,পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, আ. লীগের সাধারন সম্পাদক   আব্দুর রহমান বাবলু সিকদার, ছাত্রলীগ সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল সহ অংগ সংগঠনের নেতা কর্মীগন। 
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক ২০১১ বছরের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৯ বছরে মারা যান। মৃত্যুর সময় স্ত্রী ফরিদা রাজ্জাক এবং ২ পুত্র নাহিম রাজ্জাক ও ফাহিম রাজ্জাকসহ অসংখ্য গুণাগ্রহী ও শুভানুধায়ী রেখে গেছেন।