• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় বন্যা ডুবে যাওয়া পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বন্যা ডুবে যাওয়া ১৪ টি পুকুরে ৩৮০ কেজি করে মোট ৫ হাজার ৩শ ২০ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সরকারের রাজস্ব খাত থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য বিভাগ এই মাছ অবমুক্ত করে।

আজ ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর ১ টায় উপজেলা পুকুরে মাছ ছাড়ার মাঝ দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদের সভাপতিত্বে মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার। স্বাগত বক্তব্য রাখেনউপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুল হক।

প্রধান অতিথি ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী পেশার মানুষকে উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। বন্যায় যে সকল মৎস্য চাষীর পুকুর ও ঘের ভেসে গেছে। তারা যে পরিমান ক্ষতিগ্রস্থ হয়েছে তা পুরণ হবার নয়। তবে তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসন রাজস্ব খাত থেকে এ মাছ বরাদ্দ দেয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অফিসার মুর্তজা আল মুঈদ বলেন, করোনার ধকলের মধ্যেই বন্যা আমাদের জীবন যাত্রায় ব্যাপক ক্ষতির ছাপ ফেলে দিয়ে গেছে। আমরা সরকারে নির্দেশে কৃষক ভাইদের সাথে সাথে জেলে ও মৎস্যজীবীদের সহায়তা হিসেবে এ মাছের পোনা দেয়া হলো। আশা করি এতে তারা কিছুটা হলেও লাভবান হবে।