• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে ২০২০-২১ অর্থ বছরের জিওবি খাতের আওতায়, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে
ওরিয়েন্টেশ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা ধানকাঠি ইউনিয়ন পরিষদ হলরুমে সোমবার (১৪ জুন) সকাল ১০টা অনুষ্ঠিত হয় দিন ব্যাপী এ কর্মশালায়। জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ধানকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রাজ্জাক পিন্টুর সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা তথ্য অফিসার মুঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল,সাধারন সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা সহ ধানকাঠি ইউপি সচিব,ইমাম, এনজিও, ইউপি সদস্য, শিক্ষক ও গন্যমান্যো প্রতিনিধিগণ।

কর্মশালায় বক্তারা কোভিড-১৯ পরিস্থিতি প্রতিরোধ ও শিশু ও নারী উন্নয়নে করনীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং যৌতুক, বাল্য বিবাহ, মাদক, গুজব, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য, ডেঙ্গু, স্যানিটেশন ও জন্ম নিবন্ধনের  উপর বক্তারা আলোচনা করেন। এসময় বক্তারা আরও বলেন, নারী ও শিশু উন্নয়নের জন্য জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের জন্য বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন। মা ও শিশু সেবা উন্নয়নের জন্য লাভ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। সরকারের এই সাফল্য গুলো ধরে রাখার জন্য স্থানীয় পর্যায়ে আরও বেশি প্রচার প্রচারণার মাধ্যমে সেবা কার্যক্রম বাড়াতে হবে।