• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ করোনা দূর্যোগে  সরকারে স্বাস্থ বিধি ভঙ্গের অপরাধে  জেলার ডামুড্যা ১৬ জনকে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ১৬ জুন সকালে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন  এর নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করে। নির্বাহী  ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) জানান, শরীয়তপুর জেলায় ধাপে ধাপে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। কিন্তু সাধারণ জনগন স্বাস্থ্যবিধি না মেনেই অযথা ঘুরাফেরা করছে। এমতাবস্থায় ডামুড্যা  উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। মাস্ক না পড়া, সামাজিক দূরত্ব না মানা, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে অযথা জটলা সৃষ্টি করায় ১৬ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ডামুড্যা  থানা পুলিশের সহযোগিতায় উপজেলার অটো স্ট্যান্ড, হাসপাতাল সংলগ্ন এলাকায়, শিধলকুড়া  ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।