• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় ১০ মণ জাটকাসহ ৫ জন আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

মোহাম্মদ নান্নু মৃধাঃ

শরীয়তপুরের ডামুড্যার তিনখাম্বা বাসস্ট্যান্ড থেকে ১০ মণ জাটকাসহ পাচজনকে আটক করেছে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাম্মদ মুহাইমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি দল। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের নেতৃত্বে মোবাইল কোর্ডের মাধ্যমে পাঁচ জনকে এক বছরের সাজা দেওয়া হয়।

আটককৃতরা হল, বিপুল মালো (১৮) পিতা : বালোরাম মালো, মোঃ মান্নান সরদার (২২) পিতা :আঃ জলিল সরদার, মনু সিকদার (১৮) পিতা : শুকুর সিকদার, মরণ মিয়া (৪৫) পিতা : আঃ আজিজ ফকির, সুজন সরদার (২৬) পিতা : জলিল সরদার। সকলের বাড়ি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে।

জানা যায়, ডামুড্যা উপজেলা তিনখাম্বা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশ মণ জাটকা বোজাই দুই টি নসিমন আটক করা হয়। দুপুর ১ টায় শরীয়তপুর নেওয়ার পথে এই নসিমন আটক করা হয়।

উপজেলা মৎস কর্মকর্তা আমিনুল হক বলেন, এই বছর ১১০২ কেজি জাটকাসহ ১৯ জন জেলে আটক করা হয়। যাতে ১২ জন কে পাচ হাজার টাকা জরিমানা, সাত জনকে একবছর করে জেল দেওয়া হয়। আমাদের এই ধরনের অভিযান নিয়মিত থাকবে।

পরে জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায়  বিতরণ করে দেওয়া হয়।