• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় ১৪৫৫৭ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  


শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে সারাদেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হলো।
আজ ১১ জানুয়ারি   শনিবার থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে
ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যা‌ম্পেইন। জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় এ ক্যাম্পেইনের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে দুই কোটি ১০ লাখ  শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হহচ্ছে। 
৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 
এর ই ধারাবাহিকতায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল।
 সারা বাংলােদশে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ।
সকাল সাড়ে ৯টায় ডামুড্যা উপজেলা  স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোস্তফা খোকন।
 বলেন, এবার ডামুড্যা উপজেলায় ১৪৫৫৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। খোঁজ নিয়ে জানাযায় ১৯৭৪ সাল থেকে জাতীয় ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে আসছে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়। গেল বছরে এ কার্যক্রমের আওতায় ক্যাপসুল খাওয়ানোর কভারেজ বেড়ে ৯৯ শতাংশে উন্নীত হয়।