• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডিএসইতে সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০২১  

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের পরিমান বেড়েছে। এদিন ডিএসই লেনদেন হয়েছে দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে গত জানুয়ারি মাসের ১৭ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ১০২ টাকা। যা আগের দিনের তুলনায় ৪৫ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৪টির। কমেছে ১২৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।