• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

তরুণদের সহজ শর্তে ঋণ প্রদানের আহ্বান প্রযুক্তিমন্ত্রী’র

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

ডিজিটাল প্লাটফর্মে তরুণ উদ্যেক্তাদের বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ প্রদানের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। আজ (০৯ জুলাই) গ্রামীণফোন আয়োজিত ভার্চুয়াল সভায় এ কথা বলেন মন্ত্রী। করোনা পরবর্তী সময়েও ডিজাটাল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রচলিত প্রতিষ্ঠানের বিপরীতে মেধাভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোই দীর্ঘ মেয়াদে সফল হবে।

৮০ লাখ মানুষ ব্রডব্যন্ড ইন্টারনেট ব্যবহার করে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষই মোবাইল ইন্টারনেটে অভ্যস্ত, তাই সারা দেশে ফোরজি ইন্টারনেটের পরিধি বাড়াতে সংশ্লিষ্ট অপারেটরগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে সভায় তরুণ উদ্যেক্তারা তাদের বিভিন্ন ডিজিটাল প্রকল্প তুলে ধরেন।