• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দিনে ৭ ফুট বাড়ে এই গাছ!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

প্রতিদিন প্রায় ৭ ফুট করে (২ দশমিক ১ মিটার) বাড়ে এই গাছ। চারা থেকে ৮২ ফুট (২৫ মিটার) লম্বা হতে সময় নেয় মাত্র তিন সপ্তাহ! উদ্ভিদের আশ্চর্যজনক প্রজাতি আছে বেশ কয়েকটি। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় গাছ হল বিশালাকার ‘হাইপেরিয়ন’।

১১৫ মিটার উঁচু এই গাছ নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির চেয়েও বড়। প্রস্থের বিচারে সবচেয়ে বড় গাছ মেক্সিকোয় দেখতে পাওয়া যায়।

পরিণত এক মেক্সিকান বল্ড সাইপ্রেস গাছের ব্যাস ১৪ মিটার, ব্যাপ্তি প্রায় ৪৬ মিটার এবং উচ্চতা ৪০ মিটার।

টাইটান অ্যারাম ফুলের নাম সত্যি সার্থক। একটি ফুল ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় ফুল এটি। দুর্গন্ধের কারণে এই ফুলের কাছে যাওয়া যায় না।

রাই প্রজাতির এই উদ্ভিদের শিকড় ৮০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি পাইনগাছের বয়স ৪ হাজার ৮০০ বছরেরও বেশি। ডয়চে ভেলে