• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ করা হয়।
১ অক্টোবর  মঙ্গল বার সকাল ১০ টার সময় ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যেগে,অফিসার্স ক্লাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে উপজেলা পরিষদ
  উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীনের  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।
প্রধান অতিথির বক্তব্যে  বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকলেই উৎসবের সাথে নিজ নিজ ধর্ম পালন করে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় কেউ যদি বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডামুড্যা  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ,  মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ও ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন পাল,সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র শাহা সহ  ৬ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে  আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন।