• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

দুর্নীতির প্রমান পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা-নাহিম রাজ্জাক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

 

শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেছেন আমার নির্বাচনী এলাকায় বর্তমান সরকারের যত উন্নয়ন মূলক কাজ চলছে সেখানে যদি কোন দুর্নীতি প্রমান পাওয়া যায় তাহলে সে ঠিকাদারের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমি বাধ্যহব।
তিনি বলেন প্রধান মন্ত্রী বলেছেন দুর্নীতিবাজরা যত শক্তিশালীই হউক তাদের ছাড় দেওয়া হবেনা  তিনি বাংলাদেশ থেকে দুর্নীতির  মূল উৎপাটন করে ছাড়বেন। আমরা প্রধান মন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার সে উদ্যেগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। 
তিনি ১২ অক্টোবর দুপুরে ডামুড্যা  উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে উপজেলার উন্নয়ন পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডামুড্যা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীনের  এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডামুড্যা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন আহাম্মেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান  খাদিজা খানম লাভলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।