• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

দেশের এই সঙ্কটে মানুষের পাশে নেই বিএনপি - পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ মে ২০২০  

 


পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আস‌নের  সংসদ সদস্য  এ কে এম এনামুল হক শামীম ব‌লেছেন, দেশের এই সঙ্কটে  মানুষের পাশে নেই বিএনপি। তারা শুধু সরকারের সমালোচনা করে মানুষের মনে জায়গা নেয়ার চেষ্টা করছে। কিন্তু শুধু সরকারের সমালোচনা করে মানুষের মনে জায়গা পাওয়া যায় না। বিএনপি সমালোচনা বুঝে, কিন্তু অসহায় মানুষের দু:খ বুঝে না।

 বুধবার (১৪মে)  দুপুরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার চামটা ইউনিয়নে ও সখিপুরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে  ১ হাজার ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে একথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী ।

শামীম আরও বলেন, করোনা সঙ্কটে মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগেই অসহায় মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে,
নড়িয়া উপজেলার চেয়ারম্যান একেএম ইসমাঈল হক, ভেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্লা প্রমূখ  উপস্থিত ছিলেন।