• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দেশের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্মেলন শুক্রবার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। নতুন এই প্রযুক্তির সঙ্গে দেশের তরুণদের পরিচয় করিয়ে দিতে দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ভিআর কন’ নামে এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।

আগামী ৬ এবং ৭ ডিসেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই সম্মেলনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দুই দিনের এই সম্মেলনে এআর, ভিআর ও গেমিং নিয়ে প্রায় ১০টি টেকনিক্যাল সেমিনার, ৩টি ওয়ার্কশপ থাকবে, যা পরিচালনা করবেন বিশ্বখ্যাত প্রোগ্রামিং প্রতিষ্ঠান ইউনিটিসহ দেশের এক্সপার্টবৃন্দ। ৩০ জনের অধিক বক্তা এবারের সমেলনে কথা বলবেন।

শিক্ষার্থী এবং তরুণদের উৎসাহিত করতে এআর, ভিআর ও গেইমিং নিয়ে একটি প্রতিযোগিতাও থাকবে। থাকবে দেশে এআর, ভিআর, গেইমিং নিয়ে কাজ করা বেশ কিছু প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী।

সম্মেলন প্রসঙ্গে এই আয়োজনের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন বলেন, ভবিষ্যতে যখন ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে, তখন তা বিনোদন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে। বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ফলে সমাজে এর ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশে আমরা চাই এই ধরনের আয়োজন থেকে মানুষজন ভিআর সম্পর্কে অবগত হবেন।