• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দেশের শত্রুদের প্রেতাত্মা সমূলে উৎপাটন করতে হবে- উপমন্ত্রী শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০  

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন,  দেশের সকল দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল ভবিষ্যতেও পাশে থাকবে। যেখানেই মানবতা সেখানেই শেখ হাসিনার কর্মি হিসেবে আমরা আওয়ামী লীগ থাকি। ভবিষ্যতেও থাকবো। আজ  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং গৃহহীন অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আজ রবিবার (৬ ডিসেম্বর)  শরীয়তপুরের তার নির্বাচনী এলাকার সখিপুরে সাড়ে ৯ হাজার মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র হিসেবে সাড়ে ৯ হাজার পিচ কম্বল বিতরণ করেন  এবং সখিপুর থানার ২০০ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য সরকারীভাবে ৬ হাজার করে টাকাসহ  ২ বান্ডেল  করে ৪০০ বান্ডেল ঢেউ টিন এবং  ১২ লক্ষ টাকা বিতরণ করেন।

এ সময় ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাফিসসহ সখিপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পড়ে চরভাগা পানিসম্পদ উপমন্ত্রী নিজ এলাকায় ইমামদের মাঝে কম্বল বিতরণ করেছেন।