• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দ্রুতগতির ইন্টারনেট টেস্টিং শুরু, স্পিড হবে ১৫০ এমবি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

স্পেসএক্স-এর স্টারলিংক প্রজেক্টের পাবলিক বেটা টেস্টিং এরইমধ্যে শুরু হয়েছে। পরীক্ষামূলক এ প্রোগ্রামের নাম দেয়া হয়েছে ‘বেটার দেন নাথিং বেটা’। জানা গেছে, ব্যবহারকারীরা ৬০০ ডলার খরচ করে এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য ৪৯৯ ডলার আর সাবস্ক্রিপশন ফিয়ের জন্য ৯৯ ডলার ব্যয় করতে হবে।

বেটা টেস্টিংয়ের বিষয়টি কয়েকজন ব্যবহারকারী রেডিট ইউজার ফোরামে প্রকাশ করলেও নাম পরিচয় গোপন রেখেছেন। কারণ গণমাধ্যমে কিছু বলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্পেসএক্স। তারা জানান ইমেইলে বলা হয়েছে, আগামী কয়েক মাসের জন্য ইন্টারনেটের স্পিড হবে ৫০ থেকে ১৫০ মেগাবাটইস প্রতি সেকেন্ডে; ল্যাটেন্সি হবে ২০ থেকে ৪০ মিলিসেকেন্ড।

এর আগে গত জুনে জিপকোড ও ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়। রেজিস্টারর্ড ব্যবহারদেরকে ইমেইল দিয়ে বেটা টেস্টিং প্রোগ্রামে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।

দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে মহাকাশে স্টারলাইট স্যাটেলাইট স্থাপনের কাজ করছে মালিকানাধীন মহাকাশভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্স। এরইমধ্যে তারা শতবার রকেট উৎক্ষেপণের মাইলফলক স্পর্শ করলো এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

স্পেসএক্স জানায়, কক্ষপথে তারা ১২ হাজারের মতো স্যাটেলাইট পাঠাতে চায়। অধিকাংশ স্যাটেলাইট পৃথিবী থেকে ১ হাজার কিলোমিটার উপরে থাকে। কিন্তু স্টারলিং স্যাটেলাইটগুলো থাকে অনেক নিচে, প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায়। প্রথাগত স্যাটেলাইটের চেয়ে তাদের এই স্যাটেলাইটের মাধ্যমে বেশি গতির ইন্টারনেট পাওয়া যাবে।