• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নকল ৯ ‘চাইনিজ ফোন’ থেকে দূরে থাকুন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

বিশ্বজুড়ে প্রতিদিনই স্মার্টফোনের চাহিদা বাড়ছে। এ সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী নামীদামি মোবাইল ফোনের নকল তৈরি করে বাজারজাত করছে। এমন ৯টি শীর্ষ ভুয়া স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে চীনা বেঞ্চমার্কিং পোর্টাল মাস্টার লু।

মোবাইল ফোনের নকল প্রস্তুত করার অভিযোগের তীর চীনের দিকে। মাস্টার লু এর তালিকায় বলা হয়েছে, চীনের যেসব স্মার্টফোনের নকল তৈরি হয় তার মধ্যে স্যামসাংয়ের ফোনের নকল করা হয় ২৯ শতাংশ  আর অ্যাপলের নকল করা হয় ১৬ শতাংশ।

চীনের আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দেশটিতে নকল পণ্য প্রস্তুতের জন্য বিভিন্ন দেশ থেকে পুরোনো ফোনের মাদারবোর্ডসহ যন্ত্রাংশ সংগ্রহ করা হয়। ওইসব যন্ত্রাংশ দিয়ে নকল ফোন তৈরি করা হয়।

মাস্টার লু প্রকাশিত শীর্ষ ৯টি ভুয়া ফোনের তালিকা:

১. স্যামসাং ডব্লিউ ২০১৮
২. আইফোন ৮
৩. আইফোন এক্সএস ম্যাক্স
৪. আইফোন এক্স
৫. স্যামসাং ডব্লিউ ২০১৯
৬. স্যামসাং গ্যালাক্সি এস ৮ প্লাস
৭. শাওমি মি ম্যাক্স
৮. শাওমি মি ৯
৯. ওয়ান প্লাস ৭ প্রো।