• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়া পৌরসভায় ৩৫০ জন গর্ভবতী মায়েদের মাতৃকালীন ভাতা বই বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ৩৫০ জন গর্ভবতী মায়েদের মাঝে মাতৃকালীন ভাতা বই বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নড়িয়া পৌরসভা সম্মেলন কক্ষে এ ভাতা বই করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাতৃকালীন ভাতাসহ সকল ভাতা দ্বিগুণ করেছেন। অসহায় দুস্থ সকল মানুষের জন্য তিনি বিভিন্ন ক্যাটাগরিতে ভাতার ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় নড়িয়া পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩৫০জন গর্ভবতী মায়েদেরকে মাতৃকালীন ভাতার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের নির্দেশে আজ আমরা ভাতাভোগীদের মাঝে মাতৃকালীন ভাতা বই বিতরণ করলাম।

এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র মো. শহিদুল ইসলাম সরদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মায়া বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী ছৈয়াল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার মল্লিক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নূরু, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার ফকির, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার খলিফা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা বেগম ও সোনিয়া আক্তারসহ গন্যমান্য ব্যক্তবর্গ।