• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ঈদ রান্নায় রকমারি

নামুরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯  

উপকরণঃ সুজি-১.৫ কাপ, চিনি-১/২ কাপ, গুড়া দুধ-১/২ কাপ, বেকিং পাউডার-১ চা চামচ, লবণ-১ চিমটি, ডিম-১টি, বাটার-১/২ কাপ, টক দই-১/২ কাপ।

সিরার জন্যে- চিনি-১.৫ কাপ, পানি-২.৫ কাপ, লেবুর রস-১ টেবিল চামচ, কেওড়া পানি-১ টেবিল চামচ, এলাচ-৪/৫টি।

প্রণালীঃ সুজি ও বেকিং পাউডার মিলিয়ে রাখুন। টক দই, ডিম, চিনি ও লবণ একসঙ্গে ফেটে নিন। সুজিতে দিয়ে ভাল মত মেখে নিন। বাটার এ্যাড করে ফেটে মিশান। বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে এই ব্যাটার সমান করে ঢেলে দিন। ১৮০০ সেন্টিগ্রেডে প্রি-হিটেড ওভেনে ৩০ মিনিট ওপর-নীচ বেক করুন। ১০ মিনিট শুধু উপর এবং পরবর্তী ১০ মিনিট শুধু নীচ বেক করে সোনালী রং আসলে বের করে নিন। গরম অবস্থায় উপর থেকে চামচে করে গরম সিরা ঢালুন। ৩/৪ ঘন্টা পর পরিবেশন করুন দারুন মজাদার এবং ভিন্নধর্মী স্বাদের লেবানিজ এ ডেজার্টটি।

সিরা তৈরী- পানি, চিনি ও এলাচ একত্রে জ্বাল দিন। বলক আসার পর মিনিট দশেক মাঝারী আঁচে নেড়ে-চেড়ে জ্বাল দিন। লেবুর রস ও কেওড়া পানি দিয়ে নামিয়ে ঢেকে রাখুন।