• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নাসায় করোনা আক্রান্ত, বাড়িতে বসেই অফিস করবেন বিজ্ঞানীরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

 

করোনা ভাইরাসের প্রভাবে বাড়িতে বসেই অফিস করার সিদ্ধান্ত ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। সংস্থাটির অ্যামেস রিসার্চ সেন্টারে একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে নাসার বিজ্ঞানিরা এ সিদ্ধান্ত নেয়।

বলা হচ্ছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সবাই বাড়িতে বসেই অফিস করবেন। রবিবার এই তথ্য জানিয়েছে অ্যামেস গবেষণা কেন্দ্র।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এক কর্মকর্তার শরীরের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাই অ্যামেস রিসার্চ সেন্টার সাময়িকভাবে বাধ্যতামূলক টেলিওয়ার্ক অবস্থানে যাওয়া সিদ্ধান্ত নিয়েছে। মানে হচ্ছে, তারা বাসায় বসে অফিস করবেন। তবে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাড়িতে বসেই অফিস করবেন সংস্থাটির কর্মকর্তারা-কর্মচারীরা।