• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিষিদ্ধ ‘আল্লাহর দলের’ ৪ সদস্য আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটককৃতরা হলেন- রাজা মিয়া ওরফে নুর আলম (৩১), আজেকুল ইসলাম (২৪), আহসান উল্লাহ ওরফে নীরব (২৭) ও আব্দুল হামিদ ওরফে হামিদ (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানাধীন একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন ধরনের জিহাদি বই ও কাগজপত্রাদি উদ্ধার করা হয়।

এটিইউ এর সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের পুলিশ সুপার মো. মাইদুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর কয়েকজন নাশকতার উদ্দেশ্যে মিলিত হয়েছে। এতে অভিযান চালিয়ে গত রাতে তাদের আটক করা হয়। আটকরা ‘আল্লাহর দল’ এর সদস্য বলে স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন কল্পে তারা উক্ত স্থানে একত্রিত হয়ে বৈঠক করছিল। তারা বিশ্বাস করে দেশের প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা শয়তানের ব্যবস্থা। তারা রাষ্ট্রীয় ব্যবস্থা বিরোধী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে খুলনা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-১৩।