• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

নওগাঁ পৌরসভার কাচারী রোড এলাকা থেকে ‘আনসার আল ইসলাম’ এর সদস্য মো. সারোয়ার হোসেন আলিফকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। নওগাঁয় অভিযান চালিয়ে ‘আনসার আল ইসলাম’-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৬ জুন) রাত ৮ টা ৪৫ মিনিটে নওগাঁ পৌরসভার কাচারী রোড এলাকা থেকে 'আনসার আল ইসলাম'-এর এক সদস্যকে গ্রপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃত সদস্য হলো- মো. সারোয়ার হোসেন আলিফ, মুসলিম ফৌজ (২৫), পিতা মো. তোজাম্মেল হক, মাতা- মোছা. সাহিদা বেগম, গ্রাম- পতিস্বর, থানা- আত্রাই, জেলা- নওগাঁ। আলিফ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি এনড্রয়েড মোবাইল সেট এবং ছয়টি উগ্রবাদী বই জব্দ করেছে এটিইউ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলিফ ‘গাজওয়াতুল হিন্দ' প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তা ছাড়া সে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করে আসছিল।

নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। তিনি উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আলিফ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর সদস্যপদ গ্রহণ, সমর্থন, এবং অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড প্ররোচিত করায় তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।