• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ১৪ হ‌াজার টাকা জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের গোসাইরহাট বাজারে সরকা‌রি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দা‌য়ে তিন ব্যবসায়ী‌কে ১৪ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে । গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপু‌রে এ জ‌রিমানা ক‌রেন গোসাইরহাট উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন ।

জ‌রিমানা করা‌ হয় গোসাইরহাট বাজারের মেসার্স মো. বাবুল বেপারীর টিনের দোকান, মেসার্স রাজ্জাক শিকদারের টিনের দোকান ও মেসার্স দ্বীন ইসলামের হার্ডওয়ারের দোকান ।

গোসাইরহাট উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন জানান, করোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে নিত্যপ্র‌য়োজনীয় খাদ্যদ্রব্য দোকান ব্যাতিত সকল দোকান বন্ধ ঘোষণা ক‌রে‌ছে সরকার। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রে‌খেছে। তাই ভ্রাম্যমান আদালত ব‌সি‌য়ে দুই‌টি টি‌নের দোকানের মা‌লিকে ১২ হাজার ও এক‌টি হার্ডওয়ারের দোকান মা‌লিক‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। আমা‌দের অভিযান অব্যাহত থাক‌বে।

এ সময় জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ ও পু‌লি‌শের এক‌টি দল উপ‌স্থিত ছি‌লেন।