• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় ভাঙন কবলিত ৭০ পরিবারের মাঝে উপমন্ত্রী শামীমের ত্রান বিতরন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  


নড়িয়ায় ভাঙ্গন কবলিত ৭০ পরিবারের মাঝে নগদ টাকা, ঢেউটিন, শুকনা  খাবার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ একেএম এনামুল হক শামীম। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নড়িয়া কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ত্রাণ মন্ত্রণালয় ও বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, নড়িয়াকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য সারা দেশে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এ কারনেই গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে নড়িয়ায় নতুন করে আর একটি বাড়িও ভাঙ্গেনি। তবে আতংকিত হওয়ার কিছু নেই। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। 
এর আগে নড়িয়ার সাধুর বাজার এলাকার পদ্মার ডান তীর রক্ষা বাধেঁর ভাঙ্গন প্রতিরোধের কাজ পরিদর্শন করেন উপমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নড়িয়ার কেদারপুর ইউনিয়নে উত্তর কেদারপুর এলাকার পদ্মার ডান তীর রক্ষা বাধের ২০৭ মিটার পদ্মা গর্ভে বিলীন হয়ে যায়। এতে একটি মসজিদসহ ১৫ বাড়ি-ঘর পদ্মা গর্ভে বিলীন হয়। এর পর থেকে ভাঙ্গন রোধে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড।