• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় ১০৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনশিং বরুনপাড়া এলাকার এক বাড়ি থেকে ১০৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নাঈম ছৈয়াল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ী ঐ এলাকার রুস্তম আলী ছৈয়ালের ছেলে।

জানা গেছে, গত ২ নভেম্বর (বুধবার) রাত সোয়া ১ টার দিকে মাদক ব্যবসায়ীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রবীন কুমার চক্রবর্তী সঙ্গীয় এসআই শিব শঙ্কর বনিক, এস আই ইমরান হোসেন, এ এস আই নজরুল ইসলাম,এসময় তার ঘরে থাকা ১০৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেন বলে জানান।

মাদক ব্যবসায়ী নাঈম ছৈয়ালকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি দীর্ঘদিন যাবত দক্ষিণ নড়িয়ার কাইয়ুম মুন্সির (ইয়াবার ডিলার)   নিকট থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া নড়িয়ার বিভিন্ন মাদকসেবীদের নিকট খুচরা বিক্রয় করেন।এবং জানান বেশকিছু ইয়াবা ট্যাবলেট তাহার ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে মজুদ আছে। নাঈম ছৈয়ালের দেখানো মতে তাহার ড্রেসিং টেবিলের ড্রয়ারে কাল জিপার ব্যাগের মধ্যে ১০৪ (একশত চার) পিচ ইয়াবা ট্যাবলেট পাইয়া জব্দ তালিকা জব্দ করা হয়। ধৃত আসামি নাঈমের স্বীকারোক্তি অনুসারে  ইয়াবা ট্যাবলেট সরবরাহকারী (২) কাইয়ুম মুন্সী, পিতা- জয়নাল মুন্সি, গ্রাম- কাশিপুর, থানা – পালং বর্তমানে গ্রাম- দক্ষিণ নড়িয়া, শরীয়তপুরকে বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান পরিচালনা করিয়া গ্রেপ্তার করা হয়। আসামি কাইয়ুম মুন্সীকে জিজ্ঞাসাবাদে সেও মাদক ব্যবসার কথা স্বীকার করে। ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার এবং সরবরাহ করার অপরাধে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে নড়িয়া থানার মামলা নং- ০২ তারিখ – ০২.১২.২০২০ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ রজু করিয়া আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামি নাঈম মাদক ব্যবসার কথা স্বীকার করিয়া স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক  জবানবন্দি প্রদান করেন বলে জানা যায়।