• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় ৫০৯জন পিএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

নড়িয়া পৌরসভা মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ীর উদ্যোগে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৯ পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (১১ ন‌ভেম্বর) বিকেলে নড়িয়া পৌরসভা সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়া হয়।
 
পরর্বতীতে এসব শিক্ষা উপকরণ স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, আমি প্রতি বছর পৌরসভায় অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি সমাপনি পরিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছর ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৯ জন শিক্ষার্থীদের জন্য এসব শিক্ষা উপকরণ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করেছি। আমি এই সামান্য শিক্ষা উপকরণ দিয়ে থাকি এজন্যই যে, এটা সামান্য হলেও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি হবে আশা রাখি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন নড়িয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ মোহাম্মদ ইকবাল মনসুর, সহকারী শিক্ষক মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, লোনসিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম সরদার, নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা খানম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।