• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় ৮৬০ জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ মে ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: প্রজনন মৌশুমে ইলিশ রক্ষায় সরকারের সহায়তার  বিশেষ ভিজিএফ’র চাল ৮৬০ জেলের মাঝে বিতরণ করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

আজ শনিবার (৮ মে) দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৮৬০ জন জেলের মাঝে জনপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান।

এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা  ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম, ইউপি সচিব আহসান হাবিব, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সাংবাদিকরা।

চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, ৮৬০ জন জেলের মাঝে জনপ্রতি ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রজনন মৌশুমে ইলিশ রক্ষায় সরকারের সহায়তার এই  বিশেষ ভিজিএফ চাল।