• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় নবান্ন উৎসব পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

আবহমান বাংলার লোকায়ত সংস্কৃতির অংশ বিলুপ্ত প্রায় নবান্ন উৎসব সরকারের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠনিক ভাবে নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পালিত হয়েছে।
১৭ নম্বেবর শনিবার সকালে  উপজেলার  ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ  মো. নাজমুল হুদা, কৃষি ব্যাংক নড়িয়া শাখার ব্যবস্থাপক এম এ কাশেম ও স্থানীয় ইউপি সদস্য  দেলোয়ার  হোসেন।


অনুষ্ঠানে এলাকার কৃষানীদের হাতের তৈরী বিলুপ্ত প্রায় হরেক রকমের পিঠা পুলি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে  মাঠে নতুন পাকা ধান  কেটে নবান্ন উৎসব শুভউদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন। এসময় তিনি বলেন, নবান্ন আমাদের দেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম। শহুরে জীবনের যান্ত্রিকতায় আমাদের গ্রাামীণ ঐতিহ্যগুলো আজ হারাতে বসেছে। নতুন প্রজন্মের কাছে বাংলার আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার লক্ষেই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে আজ আমরা এই আয়োজন করতে সক্ষম হয়েছি।