• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ন‌ড়িয়া ও স‌খিপুরের গরীব-দুস্থ পরিবাররা পেল চাল -ডাল-টিন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

 

পা‌নিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আস‌নের সংসদ সদস্য একেএম এনামুল হক শামী‌ম নি‌জে ও তার নি‌র্দে‌শে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে লকডাউনে থাকা ৩৪ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলুসহ নিত্যপ্র‌য়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দি‌য়ে‌ছেন। লকডাউন থাকা পর্যন্ত প‌রিবারগু‌লো‌কে পা‌নিসম্পদ উপমন্ত্রীর নিজস্ব অর্থায়‌নে ও সরকারের পক্ষ থে‌কে নিত্যপ্র‌য়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হ‌বে ব‌লে জানা গে‌ছে।

এ ছাড়াও ন‌ড়িয়া ও স‌খিপুর থানার এক হাজার ঘরবন্দি কর্মহীন গরীব ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।তাছাড়া ত্রাণ সহায়তার আওতায় সখিপুর এলাকার ১০০ পরিবারের প্র‌তি প‌রিবার‌কে ২ বান্ডেল করে ঢেউটিন ও প্র‌ত্যে‌ককে নগদ ৬ হাজার করে টাকা দেয়া হ‌য়ে‌ছে। 

শরীয়তপুর জেলার চিকিৎসকদের নিরাপত্তার জন্য ২ হাজার মাস্ক, ২ হাজার হ্যান্ড গ্লবস ও ২০০ পিস পিপিই সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদের কা‌ছে হস্তান্তর ক‌রেন পা‌নিসম্পদ উপমন্ত্রী। 

পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম মু‌ঠো‌ফো‌নে ব‌লেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মী। আমরা বুঝি  সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, তাইতো এই দুঃসময়ে সাধারণ মানুষের যাতে কোনও কষ্ট না হয় এজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আমাদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা মোকাবিলায় এবং করোনা দুর্যোগে ঘরবন্দি কর্মহীন অসহায় মানুষগুলো জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করা।