• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পদ্মার ডান তীরের একটি বাড়িও নদীগর্ভে বিলীন হয়নি- উপমন্ত্রী শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, আগামী বর্ষাকে টার্গেট করে দেশে নদী ভাঙন রোধে কাজ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। শরীয়তপুরের নাড়িয়ায় পদ্মার ভাঙন রোধে ড্রেজার করা হবে, যাতে আগামী বর্ষাকে নিয়ে চিন্তা করতে না হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরার নাড়িয়া উপজেলার পদ্মার ডান তীর সংরক্ষণ বাঁধের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সালে নাড়িয়ায় সাড়ে পাঁচ হাজার বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। তবে সরকারের সদিচ্ছায় সাড়ে ১১শত কোটি টাকার প্রকল্প প্রণয়ন করে পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাজ করায় এ উপজেলার পদ্মা নদীর ডান তীরের একটি বাড়িও নদী গর্ভে বিলীন হয়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশ মতই কোভিড ১৯ এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়েই এ মন্ত্রনালয় ও পানি উন্নয়নবোর্ড নদী ভাঙন রোধে কাজ করছে বলে জানান মন্ত্রী।

এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তোফায়েল আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ষার পরে প্রকল্পের কাজ পুরোদমে পুনরায় শুরু হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কাজের শতকরা ৪৭ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। প্রকল্পটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে ২২ সালের জুলাই মাসের মধ্যেই।