• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পবিপ্রবির অন্তবর্তীকালীন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তবর্তীকালীন উপাচার্য নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জ্যেষ্ঠতম ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। উপাচার্যের শূন্য পদে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য তাকে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ দেয়া হয়। 

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক আদেশে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পবিপ্রবি’র উপাচার্যের শূন্য পদে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. নুর-ই আলম সাক্ষরিত এক আদেশে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়। 

এর আগে গত ৪ জানুয়ারি উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ এবং উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীর কার্যকালীন মেয়াদ শেষ হয়।