• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পাতে উঠুক ইলিশ

পোস্ত ইলিশ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০  

উপকরণঃ

ইলিশ মাছ-৫ টুকরো,পেয়াজ বাটা-১/২ কাপ, পোস্ত বাটা-১/৩ কাপ, সরিষা বাটা-১ টেবিল চামচ, হলুদ গুড়া-১ চা চামচ, লবণ- স্বাদমতো,কাঁচা মরিচ ফালি-১৫টি মরিচ,কালো জিরা-১/২ চা চামচ,সরিষার তেল-২ টেবিল চামচ,পানি-১ কাপ।       
প্রণালীঃ

মাছের টুকরোয় পরিমাণমতো লবণ-হলুদ মাখিয়ে রেখে দিন ১৫ মিনিট।মাঝারী আঁচে তেল গরম দিন। কালো জিরা ফোড়ন দিন।পেয়াজ-পোস্ত-সরিষা বাটা দিয়ে কসান।অবশিষ্ট লবণ, হলুদ ও ফালি কাঁচা মরিচ দিয়ে নেড়ে অল্প পানি দিয়ে কসান।মাছ বিছিয়ে দিন।এপিঠ ওপিঠ করে হালকা কসিয়ে ঝোলের পানি দিন। ফুটে ওঠার পর ৫/৬ মিনিট রান্না করুন।আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে ২ মিনিট পর নামিয়ে নিন।গরম ভাতের সঙ্গে দারুণ মজা পোস্ত ইলিশ।