• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রতারণার মামলায় রিজেন্ট সাহেদের জামিন নামঞ্জুর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

উত্তরা পূর্ব থানার প্রতারণার অভিযোগে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন। সাহেদের আইনজীবী দবির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাহেদের আইনজীবী বলেন, ‘দয়াল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭২ লাখ ৯৮ হাজার টাকা ঋণ নিয়েছিলেন আসামি সাহেদ। পরবর্তী বিভিন্ন সময়ে ৬৩ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গত ২৪ জুলাই উত্তরা পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয়।’

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস মহামারি ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় জুলাই মাসের শুরুর দিকে রিজেন্ট হাসপাতালের জালিয়াতির বিষয়টি প্রথম সামনে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে ৭ জুলাই সিলগালা করে দেওয়া হয় ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়। সাহেদকে গ্রেফতারের জন্য সারাদেশে গোয়েন্দা জাল ফেলার পর ১৫ জুলাই তিনি গ্রেফতার হন। দাঁড়ি-গোঁফ ছেঁটে নারী সেজে বোরকা পরে পিস্তলসহ একটি নৌকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুরের কুমড়োর খাল দিয়ে নদীপথে ভারতে পালিয়ে যাওয়ার সময় র‍্যাব তাকে গ্রেফতার করে।

এরপর ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।