• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রী মানুষের জন্য রাজনীতি করেন- উপমন্ত্রী শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের জন্য রাজনীতি করেন। তাইতো আমরাও তার কর্মী হিসেবে দেশে আজ দূর্যোগের মাঝেও প্রধানমন্ত্রীর নির্দেশে মেনে মানুষের পাশে দাড়িয়েছি। মনে রাখবেন প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশে ততদিন নিরাপদ থাকবে।

তিনি আজ ৪ জুলাই শনিবার দুপুরে সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে সখিপুর থানার ৯ ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ঢেউটিন  ও নগদ টাকার চেক বিতরণ কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার করোনা দূর্যোগ মোকাবেলায় কাজ করছে। অপরদিকে বিএনপি মানুষের পাশে না থেকে সরকারে অন্ধ সমালোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করছে। মানুষের পাশে না থাকায় মানুষও আজ বিএনপি প্রত্যাখ্যান করেছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রমুখ।

এসময় মন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে ৫০ পরিবারকে ২ বান্ডেল করে ১শ বান্ডেল টিন ও নগদ ৬ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা বিতরন করে।