• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিতকরে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুল কাইয়ুম ফতেপুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার (৬ জু্লাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার আবদুল কাইয়ুম ফতেপুরীর বাড়ি হাটহাজারী থানাধীন ফতেপুর এলাকায়।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, আবদুল কাইয়ুম ফতেপুরী নামে একজনকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত। তার বিরুদ্ধে রাসেল নামে একজন মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। আবদুল কাইয়ুম ফতেপুরীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকে আবদুল কাইয়ুম ফতেপুরী নামের ওই যুবক লিখেছিলেন, ‘আবুল তাবোল উইকেট পড়তেছে, আমরা সরাসরি জননীর আশায় আছি।' এ ঘটনায় ১৯ জুন রাসেল নামে এক ছাত্রলীগ নেতা হাটহাজারী থানায় আবদুল কাইয়ুম ফতেপুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।