• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রীর উপহার পেল গোসাইরহাটের ৩০০ টি পরিবার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দরিদ্র ও অসচ্ছল ৩০০ পরিবারের নিকট প্রধানমন্ত্রীর উপহার সম্বলিত প্যাকেট হস্তান্তর করেছেন জেলা প্রশাসক পারভেজ হাসান। বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ত্রাণ বিতরণ করেন।  

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ শুরু করেছি। গোসাইরহাটে দরিদ্র ও অসচ্ছল ৩০০ পরিবারের মাঝে ত্রাণ দেয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। আমরা গরীব-অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো। পাশাপাশি  শ্রমজীবী মানুষদের প্রতিদিন রান্না করা খাবার দেয়া হচ্ছে। জানা যায়, ওই প্যাকেটে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, নুডলস, সাবান।

এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: রিপন মিঞা, ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদ হোসেন, ইদিলপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী, পৌরসভার ৫-নং ওয়ার্ডের কাউন্সিলর, আলহাজ্ব মতিউর রহমান মিন্টু বেপারী, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর, মো: হুমায়ন সিকদার, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর, মো: আলী আকবর সরদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন খান ও সাধারণ সম্পাদক কেএম সাইফুল্লাহ কাওসার প্রমূখ৷