• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের অভিযাত্রায়

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের  জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা নানা ভাবে ষড়যন্ত্র করছে। আল্লাহ অসীম রহমতে প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করে জনগনের জন্য উন্নয়ন করেন।
তিনি ২৭ নভেম্বর বুধবার বিকালে জেলা গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ,শিক্ষার্থী ও সমবেত জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকার এর প্রথম ধাপ। আপনারা এখানকার প্রতিনিধি হিসেবে যতটা জনগনের কাছে  যেতে পারেন সে সুযোগ অন্য কারো ভাগ্যে হয়না। তাই আপনাদের সততা আন্তরিকতা উন্নয়ন ও  সেবার উপর নির্ভর করেই  দেশের সামগ্রী উন্নয়ন ও  সেবার মান নির্ধারিত হয়। এসময় জেলা প্রশাসক প্রাথমিকে সাথে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরো আন্তরিক হওয়ার জন্য আহবান জানান। নাগেরপাড়া ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মোঃ মহসিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী কমিশনার (ভুমি) সহ ইউনিয়ন পরিষদ সদস্যগন উপস্থিত ছিলেন।