• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রেসক্রিপশনের জটিল ভাষা বুঝে নিন সহজ উপায়ে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

চিকিৎসকের লেখা পথ্যের ফর্দ, যাকে আমরা প্রেসক্রিপশন বলে থাকি। বিভিন্ন ওষুধের নাম ও নির্দেশনা দেয়া থাকে প্রেসক্রিপশনে। অনেক সময় রোগীরা জটিল এসব ভাষা ও সঙ্কেত ঠিক মতো বুঝে উঠতে পারেন না। তার উপর আবার চিকিৎসকের পেঁচালো হাতের লেখা তো রয়েছেই। 

প্রেসক্রিপশনের বিভিন্ন সংকেত বা সাংকেতিক রুপগুলোর পরিপূর্ণ রুপ হয়ত আমরা অনেকেই জানিনা। চলুন তবে আজ কোন সংকেত দ্বারা কি বোঝানো হয় তা জেনে নেই-

> Rx- প্রেসক্রিপশন করা হলো। 

> a,c- খাওয়ার আগে।

> b,d- দিনে দুইবার।

> aq- পানি।

> c,c- সহিত।

> H,S- শোবার সময়।

> o,D- ডান চোখ।

> o,L- বাম চোখ।

> p,c- খাওয়ার পরে।

> q,i,d- দিনে চার বার।

> T,i,d- দিনে তিন বার।

> In,d- দৈনিক। 

> Non- না।

> stat- একবারে। 

> I.M.- মাসল বা পেশীতে।

> IV- শিরায়।

> noctis- রাতে।

> P,r,n- অবস্থার পরিপেক্ষিতে।

> s,s ss- অর্ধেক।

> Ung- অয়েন্ট মেন্ট।

> Caps- ক্যাপসুল।

> Syp- সিরাপ।

> gtt- ফোটা।

> SOS- যখন প্রয়োজন হবে।

> BP- ব্লাড প্রেসার।

> NAD- লক্ষ্যণীয় অসুস্থতা নেই।

> Temp- তাপ। 

> Puls- হাতের নাড়ী।

> L,M,P- ঋতুস্রাবের প্রথম দিন।

> E,D,D- প্রত্যাশিত প্রসবের দিন। 

> Tsp- চা চামচ পূর্ণ।

> tbsp- টেবিল চামচ

> extervse only- শুধুমাত্র বাহ্যিক ব্যবহার।

> ut dict- চিকিত্সকের নির্দেশ মতো