• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নানা পদের ইফতারি

ফ্রুট চাট

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ মে ২০২১  

উপকরণ :

- আপেল ১টা বড় (কিউবে কাটা)

- কলা ১টা (স্লাইস করা)

- আঙুর ১/৪ কাপ

- তরমুজ দেড় কাপ

- পেঁপে দেড় কাপ

- স্ট্রবেরি ১ কাপ

- বেদানা ১/৪ কাপ

- আনারস ১ কাপ (কিউবে কাটা)

- বিট লবণ আধ চা চামচ

- ভাজা জিরা গুঁড়ো আধ চা চামচ

- চাট মশলা আধ চা চামচ

- গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ

প্রণালী : 

একটা বড় কাঁচের বাটিতে সব কাটা ফল নিন। গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, বিট লবণ ও চাট মশলা মিশিয়ে নিন ভাল করে। ফলের বাটি ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখুন ২-৩ ঘণ্টা। ঠান্ডা ঠান্ডা ফ্রুট চাট পরিবেশন করুন।