• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বঙ্গবন্ধুর সম্পর্কে শিশুদের ধারনা দিতে হবে-নাহিম রাজ্জাক এমপি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০  

ডামুড্যা প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টার সময় উপজেলা মাঠে,  ৪  নং দঃ ডামুড্যা  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ সংসদীয়  আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।
 

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে শিশুদের ধারনা দিবেন, কারন আজ যে শিশু শিক্ষার্থীরা পড়া-লেখা করছে তা বঙ্গবন্ধুর কারনেই করতে পারছে, এ বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে  স্বাধীন না হতো তাহলে আমাদের পরাধীনের গ্লানি নিয়ে বেচে থাকতে হতো।

বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও  জেলা আ,লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আ,লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, উপজেলা আ,লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  অনু্ষ্ঠান শেষে শিশু শিক্ষার্থীদে মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।