• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বঙ্গোপসাগরে জাহাজে আগুন, ১৪ নাবিককে উদ্ধার করলো কোস্টগার্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙরে থাকা একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা দুর্ঘটনাকবলিত জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেন।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে সন্দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে লাইটার জাহাজ এমভি কারিনা-১ তে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে দুই হাজার টন গম বোঝাই ছিল।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণে বঙ্গোপসাগরে নোঙরে থাকা লাইটার জাহাজ এমভি কারিনা-১ এর তলা ফুটো হয়ে পানি ঢুকে যায়। এ সময় জাহাজটির ইঞ্জিন রুমেও আগুন লেগে যায়। খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা দুর্ঘটনাকবলিত জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার করে।