• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বরগুনার প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর আছে: নানক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বরগুনার প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর আছে। বরগুনার সব উন্নয়নে তিনি প্রাধান্য দিয়ে থাকেন। আসন্ন পৌর নির্বাচনে বরগুনায় প্রধানমন্ত্রীর প্রার্থী হচ্ছেন কামরুল আহসান মহারাজ। তাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে পৌরসভার উন্নয়নের ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি নেব। গতকাল সোমবার রাতে বরগুনা পৌর শহরের সিদ্দিক স্মৃতি মঞ্চে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

নানক বলেন, মহারাজকে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু সেই সময় মহারাজকে আহত করে হাসপাতালে পাঠিয়ে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হয়েছিল। ২০২১ সালে পৌর নির্বাচনে ফের মনোনয়ন দেয়া হয়েছে

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তাই তিনি মনে করেন বরগুনা তার। বরগুনাসহ দক্ষিণাঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নকে চলমান রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

পথসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বরগুনা পৌরসভার বর্তমান মেয়র এ পৌরসভাকে কুক্ষিগত করে রেখেছেন। এ মেয়র বরগুনার পৌরসভাকে ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত করেছেন। পৌরসভার কয়েকশ ঠিকাদারের মধ্যে তিনি তার জামাই ও অন্যান্য আত্মীয়-স্বজনের নামে পৌরসভার শত শত কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে লুটপাট করেছেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুর পরিচালনায় আয়োজিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসাইন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মৃধা, মো. আব্বাস হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান প্রমুখ।

আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২৬ হাজার ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।