• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বাংলাদেশ এখন দারিদ্র্য সীমার নিচে চলে এসেছে-কাজী আবু তাহের

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

 

আমাদের বাংলাদেশ  এখন  দারিদ্র্য সীমার নিচে চলে এসেছে। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে  চলছি। আমরা উন্নয়ন দেশে রূপান্তরিত হয়েছি। গ্রাম - গঞ্জের মানুষের উন্নয়নের জন্য আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে সল্পলাভে রিন নিয়ে  মানুষ সাবলম্ভি হচ্ছে।  আমরা কিছুতে এখন পিছিয়ে নেই। আপনাদের সামনে জ্বল জ্বল করে উন্নয়নের নাম পদ্মা সেতু। রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে। দেশের ঝুকিপূর্ন জায়গা সহ সব জায়গায় আশ্রয় প্রকল্প নির্মাণ করা হয়েছে।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা  আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভবনের  উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের এ কথা বলেন। 
বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুরে  ব্যাংক  উদ্বোধন উপলক্ষ্যে ডামুড্যা উপজেলা অফিসার্স ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন,সহকারী কমিশনার ভুমি আবদুলাহ আল মামুন, 
 আমার বাড়ি আমার খামারের জেলা কর্মকর্তা দিপংকর কুমার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা পল্লী উন্নয়ন কর্মকর্তা রূপচাঁদ বিশ্বাস,
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারি মোঃ মহিউদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন  বিভিন্ন ইউনিয়ন পরিষদের  মেম্ববার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য বৃন্ধুরা।