• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বাংলাদেশ থাকায় বিশ্বকাপ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: শাস্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ মে ২০১৯  

ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছেন, ১০ দলের ইংল্যান্ড বিশ্বকাপ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশ ও আফগানিস্তান উন্নতি করায় এবং ওয়েস্ট ইন্ডিজ নিজেদের গুছিয়ে নেয়ায় এবারের বিশ্বকাপ হবে চরম প্রতিযোগিতাপূর্ণ। ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসর হবে প্রতিটি দলের জন্যই চ্যালেঞ্জিং।

গেল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। এবারের আসরে গেলবারের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় মাশরাফি বাহিনীর। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো খেলা আফগানিস্তান এবার ধারাবাহিক পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী। খেই হারানো উইন্ডিজ ক্রিকেটের সর্বোচ্চ আসরের আগে ঘর গুছিয়ে নিয়েছে। ফলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ফেভারিট দলের সঙ্গে বাকি দলগুলোর পার্থক্য সময়ের ব্যবধানে কমে এসেছে।

রবি শাস্ত্রী বলেন, বিশ্বকাপ খুবই চ্যালেঞ্জিং হবে। যে কেউ নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারে। আপনি যদি ২০১৫ বিশ্বকাপ দেখেন, আর এখন ২০১৯ দেখেন, দলগুলোর মধ্যে পার্থক্য খুবই কম।

তিনি বলেন, আপনি দেখেন আফগানিস্তান কোথায় ছিল, আর এখন কোন জায়গায়। বাংলাদেশের দিকে তাকান, দলটি কোথায় ছিল আর এখন কোন অবস্থানে। এবারের বিশ্বকাপে তীব্র প্রতিযোগিতা হবে। উইন্ডিজ দলের দিকে তাকান, কাগজ-কলমে অন্যদের চেয়ে কম নয় ক্যারিবিয়ানরা।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। ইতিমধ্যে বিশ্বকাপের দেশে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবেন কোহলিরা।